ব্যাংক আলফালাহর ব্যবসা অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়াআজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবাথাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীআনাড়ি হাতে ২০ টন ট্রাক, ফের সড়কে ঝরল ১৪ প্রাণইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র
No icon

আজ ৬ আসনে উপনির্বাচন, ৪০ প্রার্থীর লড়াই

বিএনপির ছয় এমপির পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে আজ বুধবার উপনির্বাচন হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৮৬৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে।বর্তমান সংসদের মেয়াদ রয়েছে এক বছরেরও কম। কিন্তু উপনির্বাচন ঘিরে তৈরি হয়েছে জাতীয় রাজনীতির নানা মেরূকরণ। আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী দিলেও ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে (ইনু) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দিলেও সেখানে বিএনপির পদত্যাগী এমপি উকিল আবদুস সাত্তারকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। প্রতিটি আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।
এদিকে বিএনপি এই উপনির্বাচন বর্জন করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অনেকটা সরাসরি জড়িয়ে পড়েছে। উকিল আবদুস সাত্তারকে ঠেকাতে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বহিস্কৃত নেতা আবু আসিফ আহমেদকে প্রার্থী করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী তাঁর পক্ষে কাজ করছেন। অন্য পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী।

ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনিছুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলেও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি। ইভিএমে ভোট দেওয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সুন্দর ভোট হবে।নির্বাচনী এলাকাগুলোর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি ও পুলিশ। ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন উত্তাপ দেখা যাচ্ছে না। ফলে আশানুরূপ ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে। ছয় আসনে ভোটকেন্দ্র ৮৬৭টি। ভোট কক্ষ ৫ হাজার ৮৯৮টি। ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ছয়টি আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে ভোটের একদিন আগেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নির্বাচন কমিশনার আনিছুর রহমান গতকাল নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বলেন, পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে, যেগুলো ভাইরাল হয়েছে, তাতে মনে হচ্ছে প্রার্থী আত্মগোপনে আছেন। আর প্রার্থী খুঁজে না পাওয়ায় ভোটের মাঠে নতুন মেরুকরণ হবে না।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়ছেন আওয়ামী লীগের জিয়াউর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্র খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টির আবদুর রাজ্জাক, জাকের পার্টির গোলাম মোস্তফা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নবীউল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের আবদুল ওদুদ, স্বতন্ত্র সামিউল হক লিটন ও বিএনএফের কামরুজ্জামান খান।