সব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলেবিশ্ব ধরিত্রী দিবস আজপ্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজারসকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
No icon

ভারতে মন্ত্রী-সংসদ সদস্যদের বেতন-ভাতা কমলো

<আগেই অধ্যাদেশ জারি হয়েছিল। এবার ভারতের পার্লামেন্টেও পাশ হয়েছে মন্ত্রী-সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন কমানো সংক্রান্ত বিল।একইসঙ্গে পাশ হয়েছে- সংসদ সদস্যদের এলাকা উন্নয়ন তহবিল (এমপি-ল্যাড)-এর টাকা দুই বছর বন্ধ করার বিলও। সব দল বেতন-ভাতা কমানোর বিরোধিতা না করলেও এমপি-ল্যাডের টাকা কেটে নেওয়ায় আপত্তি তুলেছে বেশির ভাগ বিরোধী দল। যদিও কণ্ঠ ভোটে পাশ হয়ে গিয়েছে দুটি বিলই।বৃহস্পতিবার লোকসভায় পাশ হওয়ার পর শুক্রবার এই সংক্রান্ত দুটি বিলই রাজ্যসভায় অনুমোদন হয়। খবর: আনন্দবাজার পত্রিকার।