NEWSTV24
কমল চালের শুল্ক, বাড়ল পেঁয়াজের
শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ ১৪:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অপরদিকে কৃষকদের ন্যায্য নিশ্চিত করতে পেঁয়াজের শুল্ক বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী সব ধরনের চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।এছাড়া পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। ফলে পেঁয়াজে ১০ শতাংশ শুল্ক দিতে হবে। একইসঙ্গে করোনার সুরক্ষা সামগ্রী আমদানিতে রেয়াতি সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।এর আগে পেঁয়াজ আমদানিতে নতুন করে শুল্ক আরোপের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে পেঁয়াজের উৎপাদন মৌসুম সন্নিকটে থাকায় এবং মজুদ পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় রয়েছে বলেই শুল্ক আরোপের সুপারিশ করা হয়।