NEWSTV24
সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন আরও ১৭৬ বাংলাদেশি
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৬:০৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

যুদ্ধকবলিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি নাগরিক সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও এসময় উপস্থিত ছিলেন।স্থানীয় সময় বুধবার বিকেলে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সুদান থেকে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ৫২ জন স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশের উদ্দেশ্যে রওনা হবেন।অন্যদের বিভিন্ন ফ্লাইটে যত শিগগির সম্ভব দেশে আনা হবে।এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৫ জন প্রবাসী বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে সব প্রস্তুতি গ্রহণ করেছে।