গাজায় প্রতিদিন মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।এদিকে গাজার একমাত্র ক্যাথলিক গির্জার উপর ইসরায়েলের ট্যাঙ্ক হামলায় তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হওয়ার ঘটনায় নিন্দা অব্যাহত রয়েছে।যদিও বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো হামলায় একদিনে কমপক্ষে ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক।এদিকে গত ২৪ ঘণ্টায় কেবল মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৬৬ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন আহত হয়েছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছিল।