NEWSTV24
একই পরিবারের কেউই আর বেঁচে নেই
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৫:০৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ দগ্ধের ঘটনায় একে একেসবাই মারা গেলেন। কেউই আর বেঁচে নেই।সর্বশেষ চিকিৎসাধীন দগ্ধ রিপন পেদা (৩৫) জাতীয় বার্ণ ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান।এর আগে, চিকিৎসাধীন রিপন পেদার ৩ সন্তান আয়েশা (১), রোকন পেদা (১৪), তামিম পেদা (১৬) মারা যান। তার দগ্ধ স্ত্রী চাঁদনীকে (২৮) গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে মারা যান। গোটা পরিবারের সকলেরই মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সর্বশেষ চিকিৎসাধীন থাকা রিপন পেদার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।জানা গেছে, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১জুলাই) দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়।