NEWSTV24
অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ২৩:৩৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জ্বালানি তেলের উত্তোলন ও সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। এতে জ্বালানি পণ্যটির জোগান বেড়ে বাজার নিম্নমুখী হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তবে গতকাল এ নিম্নমুখিতায় লাগাম টেনেছে যুক্তরাষ্ট্রের ভারতের ওপর বিধিনিষেধ আরোপের হুমকি। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে গতকাল আগের দিনগুলোর চেয়ে তুলনামূলক স্থিতিশীল ছিল জ্বালানি পণ্যটির বাজারদর। বিভিন্ন বাজার আদর্শে পণ্যটির দাম কমেছে ব্যারেলপ্রতি ১-২ সেন্ট। খবর আরব নিউজ।