NEWSTV24
আজ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ১৪:৫৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। সোমবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুর পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন প্রধান উপদেষ্টা। সফরে অভিবাসন ও বিনিয়োগ বিষয়ক ইস্যু প্রাধান্য পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদার নিয়োগ এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, এফবিসিসিআই ও এমসিসিআইয়ের মধ্যে ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও এমআইএমওএসের মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি নোট বিনিময় হতে পারে। এ সব অনুষ্ঠানে দুই দেশের সরকার প্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।দ্বিপাক্ষিক বৈঠকের পর সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিকেলে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং পরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাকে সম্মানসূচক ডিগ্রি দেবে, যেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।