NEWSTV24
আটলান্টিক মহাসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন
সোমবার, ১৮ আগস্ট ২০২৫ ০১:৩০ পূর্বাহ্ন
NEWSTV24

NEWSTV24

আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন। এটি আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে দ্রত তীব্র হওয়া ঝড়গুলোর মধ্যে একটি। ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে ঘূর্ণিঝড় এরিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নেয়ে, ওই সময় বাতাসের গতি ঘণ্টায় ২৬০ কিলোমিটারে বেশি ছিল।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় ঘূর্ণিঝড় এরিন ক্যাটাগরি ১ শক্তিতে রূপ নেয়, ঘণ্টায় ৭৫ কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল। পরবর্তী ২৪ ঘণ্টায় এরিন ক্যাটাগরি ৫ শক্তিতে পরিণত হয়, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় এরিন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে দ্রুতগুলোর অন্যতম। কম সময়ে শক্তিশালী রূপ নেওয়ার ক্ষেত্রে এটি রেকর্ড। ১ সেপ্টেম্বরের আগে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ে এর আগে এত কম সময়ে শক্তিশালী রূপ নেয়নি।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, শনিবার দিন শেষে এরিন ক্যাটাগরি ৫ শক্তিতে প্রবাহিত হচ্ছিল। আজ রোববার রাতে এটি দূর্বল হয়ে ক্যাটাগরি ৩-এ পরিণত হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

বার্তা সংস্থাটি বলছে, এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।

ধারণা করা হচ্ছে, হারিকেন এরিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না বলে । তবে প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস, পরবর্তীতে বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে। 

বিবিসি