সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে পর্বের নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এ জন্য গতকাল রাতে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়ায় দলে জায়গা হয়নি নেইমারের। ভিনিসিয়াস ও রদ্রিগোকেও দলে রাখা হয়নি। এদিকে কোচ আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা।