১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন এবং ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফল গণনা। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্যানেল। নির্বাচনী লড়াইয়ে ভিপি ও জিএসসহ অন্যান্য পদে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও।সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। এখানে মোট ভোটার ৪ হাজার ৮৩০ জন। এ কেন্দ্রে ভোট দেবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, ছাত্রশিবিরের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান ও ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনইয়ামিন মোল্লা।
কার্জন হলে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৭ জন। এখানে ভোট দেবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার ভোট দেবেন।শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ৮৫৩ জন। এই কেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান।ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হলের ৪ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী ভোট দেবেন। এখানে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোট দেবেন।ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৬৬৫ জন। এখানে ভোট দেবেন স্বতন্ত্র গবেষণা সম্পাদক প্রার্থী সানজিদা আহমেদ তন্বি ও ছাত্র অধিকার পরিষদের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন।এখানে ভোট দেবেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম, ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস প্রার্থী এস এম ফরহাদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের জিএস প্রার্থী আল সাদি ভূঁইয়া ও সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। এখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৫৫।ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৯৬ জন। এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুন ও সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ফাতেমা শারমিন এ্যানি ভোট দেবেন।