NEWSTV24
হজের নিবন্ধনে ধীরগতি, হয়নি প্যাকেজ ঘোষণা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী বছরের হজ নিবন্ধনের সময়সীমা এগিয়ে এলেও প্রক্রিয়ায় দেখা দিয়েছে ধীরগতি। দেড় মাস পেরিয়েও এ পর্যন্ত মাত্র ৬৫২ জন প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে গতকাল বিকাল সাড়ে ৬টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধনের জন্য জমা দিতে হচ্ছে সাড়ে ৩ লাখ টাকা। সরকারি ও বেসরকারি নিবন্ধন ফি নির্ধারিত হয়েছে ৩০ হাজার টাকা। তবে পূর্ণাঙ্গ নিবন্ধন তখনই হবে, যখন ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী বাকি টাকা জমা দেওয়া হবে।হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, প্যাকেজ ঘোষণা না হওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীরা অপেক্ষা করছেন। অধিকাংশ হজযাত্রী সুনির্দিষ্ট খরচ জানার পর নিবন্ধনে আগ্রহী হন। হাব নেতাদের অভিযোগ, প্রাথমিক নিবন্ধনের জন্য এত বিপুল অঙ্কের টাকা জমা রাখার শর্ত যাত্রীদের নিরুৎসাহিত করছে।

সময়সীমা কঠোর, বাড়বে না

আগামী বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে। ধর্ম মন্ত্রণালয় এরই মধ্যে স্পষ্ট করেছে- সময়সীমা আর বাড়ানো হবে না। এ জন্য দেশের সব মুসলিম মোবাইল গ্রাহকের কাছে বিনা খরচে নিবন্ধনসংক্রান্ত বার্তা পৌঁছে দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।হজ অনুবিভাগের যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হক বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ১২ অক্টোবরের পর আর কেউ নিবন্ধন করতে পারবেন না। তাই ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপেক্ষা বাড়াচ্ছে প্যাকেজ ঘোষণা

যাত্রীরা নিবন্ধনে এগোতে না পারার বড় কারণ হচ্ছে হজ প্যাকেজ ঘোষণায় বিলম্ব। এখনও বিমান ভাড়া ও সৌদি প্রান্তের খরচ নির্ধারণ হয়নি। মন্ত্রণালয় আশা করছে, চলতি মাসের মাঝামাঝি নির্বাহী কমিটির বৈঠকে প্যাকেজ চূড়ান্ত করা যাবে।এ প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগস্টের মধ্যেই প্যাকেজ ঘোষণা করার চেষ্টা চলছে। সৌদি সরকারের নতুন শর্ত অনুযায়ী এবার খাবার ও কোরবানির খরচ আগেই যুক্ত করতে হবে। তবুও আমরা খরচ কম রাখার চেষ্টা করছি।

এজেন্সির দায়িত্ব ও সতর্কতা

হজ কার্যক্রমে অংশ নিতে ৬৩৮টি এজেন্সিকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। যাত্রী পাঠাতে ব্যর্থ হলে বা নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়। সরকারি মাধ্যমে নিবন্ধনকারীরা সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে অর্থ জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বেসরকারি যাত্রীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে একই নিয়মে নিবন্ধন করবেন। তবে নিবন্ধনের আগে হজযাত্রীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে। হজ শারীরিক ও মানসিকভাবে কষ্টসাধ্য ইবাদত। তাই শুধু শারীরিকভাবে সক্ষম ও উপযুক্ত ব্যক্তিরাই নিবন্ধন করবেন।

সামনে চ্যালেঞ্জ

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। কিন্তু নিবন্ধনের গতি বাড়াতে দ্রুত প্যাকেজ ঘোষণা করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।