NEWSTV24
সাগরে ঘূর্ণিঝড় ‘ মোন্থা’, ৫ দিন বৃষ্টির আভাস
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৩৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গতকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে মোন্থা । এটি থাইল্যান্ডের দেওয়া নাম; যার অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোন্থা বাংলাদেশের দিকে নয়, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকায় সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের কোথাও কম, কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে, আর বুধবার থেকে এর পরিমাণ বাড়বে।ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল। দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।