NEWSTV24
আগামী সপ্তাহ থেকে শীতের আগমন: আবহাওয়া অফিস
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ১৫:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। চলতি মাসের শেষ নাগাদ সারা দেশেই শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।রোববার (২ নভেম্বর) সকালে সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলাগুলোতে শীত শুরু হবে। এরপর ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়বে শীতের প্রভাব।এদিকে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।রোববার (২ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে সার্বিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের বিভিন্ন স্থানে ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।