NEWSTV24
এনসিপির আইনজীবী সংগঠনের আত্মপ্রকাশ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২৩:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আত্মপ্রকাশ হয়েছে। এরই মধ্যে সংগঠনটির ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই কমিটি আত্মপ্রকাশ করে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আজমল হোসেন বাচ্চু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান আহম্মদ ভূঁইয়া ছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ছয়জন। কমিটির সদস্যসচিব এরশাদুল বারী খন্দকার মামুন। এছাড়া যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিব এবং মুখ্য সংগঠক সাকিল আহমাদ।