NEWSTV24
নির্বাচনী সাজে সাজছে পুলিশ ও মাঠ প্রশাসন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৭:১৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশে বড় রদবদল হয়েছে। সারা দেশে একযোগে ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার দেওয়া হয়েছে গতকাল বুধবার। পৃথক প্রজ্ঞাপনে পরিবর্তন এসেছে ডিআইজি পদেও। এ দিন ৩৩ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। দেশে এবারই প্রথম লটারির মাধ্যমে এসপি পদায়নের কারণে সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী নির্বাচন সামনে রেখে গতকাল সন্ধায় ১৬৬ জন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাও (ইউএনও) পদায়ন করেছে সরকার। এ ক্ষেত্রেও লটারি করা হয়েছে। এর আগে, গত ১৩ নভেম্বর জেলা প্রশাসক পদে পরিবর্তন আনে সরকার।নির্বাচন বিতর্কমুক্ত করতে নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে লটারির ভিত্তিতে এসপি, ডিসি, ইউএনও ও ওসি পদে পদায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় পুলিশ ও প্রশাসনে চলে যাচাই-বাছাই। প্রজ্ঞাপন জারির ফলে সরকারের এ কার্যক্রম দৃশ্যমান হলো।

এর আগে গত ১৩ নভেম্বর নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরও আগে ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার। প্রাপ্ত তথ্য মতে, ডিসি পদায়নে প্রয়োজনে আরও নতুন মুখ আসতে পারে। গতকাল ৪৯৫ উপজেলার মধ্যে ১৬৬টিতে নতুন ইউএনওদের দায়িত্ব দিয়েছে সরকার। ৩৬ ও ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের ইউএনও হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়। এবারই প্রথম সরাসরি মন্ত্রণালয় থেকে উপজেলার নাম উল্লেখ করে পদায়ন করা হলো। লটারির কারণে সরাসরি এটি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন বা বদলি-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে ফিটলিস্ট প্রণয়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শূন্য পদের ভিত্তিতে উপজেলায় পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করবে।আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও পদে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন আনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা। আর সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইউএনও। আর পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা।

আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে জেলাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করার পর পুলিশ সুপার (এসপি) পদে পদায়নে লটারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল তিনি জানান, এসপি পদে পদায়নে প্রথমে মেধাবী কর্মকর্তাদের বেছে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েননি। কে কোনো জেলায় যাবেন, তা নির্ধারণে লটারি করা হয়েছে। আমরা তিনটি ক্রাইটেরিয়া নির্ধারণ করছি; এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা জেলার আয়তনের ভিত্তিতে করা হয়নি, আমরা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই জেলাগুলো নির্ধারণ করে, তারপর আমরা ঠিক করেছি এসপিদের কাকে কাকে দেব। আমাদের টোটাল এসপি ছিল মনে হয় ৬৪ জেলায়। ৬৪ জেলা থেকে আমরা ১৮ জনকে উঠিয়ে এনেছি। ১৮ জনের জায়গায় আবার আমরা নতুন কর্মকর্তা দিয়েছি। ওসিদেরও লটারির মাধ্যমে পদায়নের সিদ্ধান্তের কথা জানান তিনি।