NEWSTV24
হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগ অবরোধ
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সন্ত্রাসীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যারিকেড দিয়ে শাহবাগের চারপাশের রাস্তা বন্ধ করে দেন মঞ্চের নেতাকর্মীরা।এ সময় তারা তুমি কে আমি কে, হাদি হাদি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা নারায়ে তাকবির, আল্লাহু আকবার আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেথানে চিকিৎসাধীন অবস্থায়   মৃত্যু হয়।