NEWSTV24
রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে।সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হন।হামলায় অন্তত ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।রাতেই আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় তিনি হামলার ঘটনায় পিচ্চি কামালের জড়িত থাকার অভিযোগ করেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।