NEWSTV24
নির্ধারিত সময়েই নির্বাচন হবে
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের বিশেষ দূতকে জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতি অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে; যা স্বৈরাচারী শাসনামলে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।গতকাল সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক (ট্যারিফ) আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালনকারী সার্জিও গর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এই আলোচনার ফল হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমে ২০ শতাংশে নেমে এসেছে।

ভোটের গাড়ি র প্রচার উদ্বোধন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের প্রচারে ১০টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান যাত্রা করেছে। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সুপার ক্যারাভানের যাত্রা হয়।ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে ভোটের গাড়ি সুপার ক্যারাভান। ১০টি ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরে নির্বাচন, গণভোট এবং ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। গণভোটে হ্যাঁ ভোট দিতে বলে প্রধান উপদেষ্টো বলেন, এবারের নির্বাচনে আপনি আরও একটি ভোট দেবেন। জুলাই সনদে ভোট দেবেন। দীর্ঘ ৯ মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এ সনদ তৈরি হয়েছে। এ সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে। আপনি যদি এ সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিন।তিনি আরও বলেন, চলুন, আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রা সফল করি। চলুন, ভোট দিই নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য।