NEWSTV24
দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্রায় দেড় যুগ পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় সবাই মিলে নতুন করে দেশকে গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান।তিনি বলেন, ‘আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেজন্য আমরা যদি এখন রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা হবে। আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।’

তারেক রহমান আরও বলেন, ;দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য ততটুকো করতে যেন সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে দরকার হলে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি।’ এ সময় মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‍্যাবের ডগ স্কোয়াড টিম মোতায়েন রয়েছে।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তারেক রহমানের দীর্ঘদিন পর নয়াপল্টনে আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।