NEWSTV24
বিদায় ২০২৫: দিনবদলের আশ্বাসে এল নতুন বছর
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬ ১৬:০১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরও একটি বছর। মহাকালে মিলিয়ে গেল ২০২৫ খ্রিস্টাব্দ। রেখে গেল অস্থীরতা, অনিশ্চয়তা, টালমাটাল রাজনীতি, বিপর্যস্ত অর্থনীতি আর নানা অসন্তোষ। সবশেষে শোকের চাদরে ঢেকে দিয়ে গেছে গোটা বাংলাদেশ।ঘটনাবহুল ২০২৫ সালের পুরো বছরটিই কেটেছে অস্থীরতার মধ্য দিয়ে। অন্তর্বর্তীসরকার বা প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নানাসময় প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে পুরো দিনগুলো। বছর জুড়ে পুরো দেশ ছিল যৌক্তিক-অযৌক্তি নানা আন্দোলনে জর্জরিত। কিছু হলেই নামো রাস্তায় দাবি আদায়ে চলো শাহবাগ । জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনে ব্যাপক রদবদল জনসেবার গতিকে মন্থর করে দেয়। পুলিশকে দেখা যায় প্রায় সময়ই নিষ্ক্রিয় ভূমিকায়। চর দখলের মাতো একাধিক ঘটনা ঘটে গণমাধ্যমগুলোতে্।ে নানামুখি গুজবে দেশে বেড়ে যায় মব সন্ত্রাস। অন্তর্বর্তী সরকার ঘোষণা করে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে রাজনীতির আলোচনার মূল কেন্দ্রতেই ছিল এই নির্বাচন।

অনিশ্চয়তার অন্ধকার কাটাতে আরও সহায়তা করেছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা। নির্বাচন হবে কিনা তা নিয়ে মানুষের মধ্যকার দ্বিধা কেটে যায়। দেশে বইতে শুরু করে নির্বাচনী আবহ। এরই মধ্যে ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদিকে হত্যার ঘটনাটি ক্ষুব্ধ করে তোলে সাধারণ মানুষকে। তফসিল ঘোষণার পরদিন হাদিকে গুলি করে হত্যার ঘটনা প্রমাণ করে যে একটি মহল দেশে আরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, নির্বাচন বানচাল করাটাই তাদের উদ্দেশ্য।ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘটে বিপরীতমুখী দুই ঘটনা। বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসাপাতালে যান। ক্রমাবনিতি হতে থাকে তার শারীরিক অবস্থা। অন্যদিকে আঠারো মাস কারাগারে এবং সতেরো বছর বিদেশে কাটানোর পর বিএনপি নেতাকর্মীদের জন্য আালোকবর্র্তিকা হয়ে ২৬ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে পেয়ে চাঙ্গা যখন বিএনপি, ঠিক তখনই আসে বছরের সবচেয়ে বড় দুঃসংবাদ। বছরের শেষের একদিন আগে জীবনের অনিবার্য গন্তব্যে পারি দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শোকের চাদরে ঢেকে যায় সমগ্র বাংলাদেশ। তিনি যে দেশের মানুষের কতোটা প্রিয় ছিলেন প্রমাণ মিলে বছরের শেষ দিন অনুষ্ঠিত খালেদা জিয়ার নামাজে জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে।

সময়ের পথ ধরে এসেছে নতুন বছর ২০২৬। বাংলাদেশের জন্য বছরটি রচনা করবে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী আমলের প্রশ্নবিদ্ধ একপেশে তিনটি প্রহসনের নির্বাচনের পর এবারের নির্বাচনে ভোটারদের সামনে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ভোটারদেরে সেই নিশ্চয়তা দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় এলে সারাদেশে বয়ে যাবে পরিবর্তনের ঢেউ। জনতার রায়ে ক্ষমতায় আসা সরকার জনমূখি হবে। চব্বিশের রক্ষক্ষয়ী গণঅভ্যুত্থানের পর জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের কাছে মানাুষের প্রত্যাশাও থাকবে অনেক। দেশের বিশ্বাস করতে চায়, জনকল্যাণই হবে নতুন সরকারের প্রথম এবং প্রধান এজেন্ডা।