ছেলে হাসান ইসাখিল আসতে চাইছিলেন না সংবাদ সম্মেলনে। বাবা মোহাম্মদ নবী সাহস জোগালেন তাঁকে। এর আগেই অবশ্য সম্প্রচারকদের অনুষ্ঠানে দুজন বসেছিলেন একসঙ্গে।
‘একসঙ্গে’ কথাটা আজ মোহাম্মদ নবী আর হাসান ইসাখিলের জন্য ঘুরেফিরে এসেছে বারবারই। এর আগে ৬ টি-টোয়েন্টিতে তাঁরা ছিলেন প্রতিপক্ষ, আজ প্রথমবারের মতো দুজন একসঙ্গে খেলতে নেমেছিলেন একই দলের হয়ে। নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানে ম্যাচটা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁরা।
আগে ব্যাট করা নোয়াখালীকে ১৮৪ রানের সংগ্রহ এনে দেওয়ার পথে দুজন মিলে চতুর্থ উইকেটে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন। এমন আনন্দের ম্যাচেও অবশ্য হাসানের জন্য একটা আক্ষেপ সঙ্গী হয়েছে—সেঞ্চুরি থেকে ৮ রান দূরে দাঁড়িয়েই আউট হয়েছেন।