NEWSTV24
কারাগারে ভোটে আগ্রহী ৬,২৪০ বন্দি, নিবন্ধন করেনি ৭৮ হাজার
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৪:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের কারাগারগুলোতে থাকা ৮৪ হাজার ৪০০ বন্দির মধ্যে ৭৮ হাজার ১৬০ জনই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেননি। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৭৫টি কারাগারের মাত্র ছয় হাজার ২৪০ বন্দি নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। গতকাল রোববার কারা-সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে সরকার। বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।শুরুতে কারা কর্তৃপক্ষ সংসদ ও গণভোটে অংশ নেওয়ার জন্য কারাগারগুলোতে প্রচার চালিয়েছিল। এরপর তিন সপ্তাহ ধরে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন শেষ হয়।কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, ছয় হাজার ২৪০ বন্দি নিবন্ধন করলেও গতকাল পর্যন্ত তাদের মধ্যে কারাগারে আছেন পাঁচ হাজার ৯২০ জন। নিবন্ধন করা ৩২০ জন জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। কারা সূত্র বলছে, বন্দি হিসেবে যারা ভোট দিতে নিবন্ধন করেছেন, তাদের মধ্যে কেউ জামিন পেলেও ভোটাধিকার প্রয়োগ করতে হলে তাকে আবার কারাগারের ভেতর নির্ধারিত বুথে যেতে হবে। ভোট দেওয়া শেষ হলে তিনি কারাগার থেকে ফিরে আসবেন।

বন্দিদের নিবন্ধন কম হওয়ার তিনটি কারণের কথা বলছে কারা কর্তৃপক্ষ। কিছু বন্দির ধারণা, তারা যে কোনো সময় জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পেতে পারেন। তাই কারাগার থেকে ভোট দিতে অনলাইনে নিবন্ধন করেননি। আবার বন্দিদের মধ্যে যারা পুরোনো বন্দি, তাদের অনেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন নেই। আর বন্দির একটি অংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের মধ্যে থেকে নিবন্ধনের ব্যাপারে সাড়া কম মিলেছে।বন্দিদের মধ্যে যাদের এনআইডি করা নেই, তাদের কীভাবে এনআইডি করা যায়, সে ব্যাপারে পৃথক পরিকল্পনা করেছে কারা কর্তৃপক্ষ। তবে তা করা হবে নির্বাচনের পর। এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিও দিয়েছে কারা প্রশাসন।কারা কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, ২০১৯ সাল থেকে সফটওয়্যারের মাধ্যমে বন্দিদের তথ্য সংরক্ষণ করা শুরু হয়। এরপর থেকে যারা কারাগারে গেছেন, তাদের এনআইডি-সংক্রান্ত তথ্য কারা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত আছে। এর আগের অনেক বন্দির এনআইডির তথ্য কারা প্রশাসনের কাছে নেই। আবার অনেক বন্দির এনআইডি নেই।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, প্রথমবারের মতো কারাগারে থেকেও বন্দিরা ভোট দিতে পারবেন এটি ভালো উদ্যোগ। ভোট দিতে যারা ইচ্ছুক, তারা এরই মধ্যে নিবন্ধন করেছেন। তিনি বলেন, আমাদের ধারণা ছিল, বন্দিদের মধ্যে নিবন্ধনের সংখ্যা আরও বেশি হবে। তবে এনআইডি না থাকাসহ কয়েকটি কারণে নিবন্ধন আশানুরূপ হয়নি।কারা মহাপরিদর্শক বলেন, পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পর বন্দিরা ভোটাধিকার প্রয়োগ করবেন। বন্দিদের নিজ নিজ নির্বাচনী আসনে কারা কোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা জানাতে তাদের বুকলেট আকারে তথ্য সরবরাহ করা হবে। এতে তারা প্রার্থী ও প্রতীক সম্পর্কে জানতে পারবেন। তিনি বলেন, কেউ ভোট দিতে চাইলে আমরা তাকে যথাযথভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে পারি। কিন্তু ভোট দেওয়ার জন্য জোর করার সুযোগ নেই।