NEWSTV24
রোজার আগে ভোগ্যপণ্যের বাজারে স্বস্তির হাওয়া
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৬:৫৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রোজায় চাহিদার তুঙ্গে থাকা ছোলা, খেজুর, মসুর ডালের মজুত স্বাভাবিক থাকার পাশাপাশি আমদানি হয়েছে বাড়তি। পাশাপাশি চিনি ও ভোজ্যতেলের আমদানিও স্বাভাবিক। ফলে রমজান মাসে পণ্যের দাম বাড়বে না বলে মনে করছেন চট্টগ্রামকেন্দ্রিক ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা।

ছোলার দাম কম

ভোগ্যপণ্যে দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারে সব ধরনের ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় কম। তবে চলতি মৌসুমে নতুন আসা মটর ডালের দাম গত এক মাসের তুলনায় বাড়লেও কমেছে ছোলার দাম। গত বছরের তুলনায় চিনির দামও কম। স্বাভাবিক রয়েছে ভোজ্যতেলের দাম। রমজানের অন্যতম অনুষঙ্গ খেজুরের দামও গত বছরের তুলনায় অনেক কম।জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আমদানিকৃত ছোলা খালাস হয়েছে ২ লাখ ৩ হাজার ৬৭ টন। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১ লাখ ৩২ হাজার ৬৬৯ টন। গত অর্থবছরের তুলনায় এ বছরের একই সময়ে ৭০ হাজার ৩৯৮ টন ছোলা বেশি আমদানি হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ থেকে এখনো ছোলা খালাস হচ্ছে।

মোটা দানার মসুরে স্বস্তি

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত আমদানিকৃত মসুর ডাল খালাস হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬৭৬ টন। ভারত, নেপাল ও অস্ট্রেলিয়া থেকে আমদানি হয়েছে এসব মসুর ডাল। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩ লাখ ১ হাজার ৭৯৯ টন মসুর ডাল। এতে বছরের একই সময়ে ৪৭ হাজার ১২৩ টন কম আমদানি হলেও বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজ থেকে একযোগে মসুর ডাল খালাস হচ্ছে।চলতি অর্থবছরের শুরু থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশে ২ লাখ ১৭ হাজার ৭৯৬ টন মটর আমদানি হয়েছে। ভারত, কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে মটর আমদানি হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ২ লাখ ৫ হাজার ৩৯৫ টন। গত বছরের তুলনায় একই সময়ে ১২ হাজার ৪০১ টন মটর বেশি আমদানি হয়েছে।

তেল-চিনির আমদানি ভালো

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৮ জানুয়ারি পর্যন্ত অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬১৮ টন, পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে ১৫ লাখ ২ হাজার ৮৭৭ টন। গত অর্থবছরের একই সময়ে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েল মিলে ২৫ হাজার টন বেশি আমদানি হয়েছে। বর্তমানে ২ লাখ ১৩ হাজার ৩৭৬ টন অপরিশোধিত সয়াবিন নিয়ে আসা পাঁচটি জাহাজ বন্দরের অ্যাংকরে খালাসরত।