সব ধরনের যাত্রীবাহী ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি যেসব অঞ্চলেবিশ্ব ধরিত্রী দিবস আজপ্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলাফলে উত্তীর্ণ ৪৬ হাজারসকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
No icon

জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে পরাজয়ের কাছে গিয়ে চতুর্থ দিন শেষ করে টাইগাররা। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশকে ভুগিয়েছেন পাক ওপেনার আবিদ আলী। আগের ইনিংসে সেঞ্চুরি করা আবিদ পরের ইনিংসেও তুলে নেন অর্ধশতক। ৯২ বলে ৬টি চারের মারে ফিফটির দেখা পান এই ওপেনার ব্যাটসম্যান। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিকও তুলে নিয়েছেন অর্ধশতক। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইতোমধ্যে দুই ওপেনারই ১০৯ রান তুলে ফেলেছেন। জয়ের জন্য আর ৯৩ রান দরকার পাকিস্তানের। ৫৬ রানে ব্যাট করছেন আবিদ। ৫৩ রানে অপরাজিত আব্দুল্লাহ শফিক। টাইগারদের নির্বিষ বোলিং পাকিস্তানের ওপেনিং জুটিতে কোনো চিড় ধরাতে পারেনি। এই ম্যাচে হার এড়ানোর উপায় নেই বাংলাদেশের।