উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিডিজিটাল নিরাপত্তা আইনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১গরমে বাড়ছে ডায়রিয়া, জ্বরবিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস
No icon

আমিরাতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি

এর আগে কখনও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশে। একবার দেখা হয়েছিল এশিয়া কাপে, ২০১৬ সালে। এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-আরব আমিরাত।প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশে। এবার দ্বিতীয় ম্যাচ জিতলে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পাবে নুরুল হাসান সোহানের দল।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত আটটায় মুখে হবে বাংলাদেশ ও আমিরাত।বাংলাদেশ ফেভারিট হিসেবে তাদের প্রথম ম্যাচ শুরু করলেও সহজে জয় পায়নি। শেষ ওভারে ৭ রানে জেতে তারা। ব্যাটিংয়ের সঙ্গে খারাপ হয়েছে ফিল্ডিং, ছিল ক্যাচ মিসের মহড়া। ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে কোনোমতে রক্ষা পায় বাংলাদেশ।