ইউক্রেনকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রআগামীকাল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতিহিট অ্যালার্ট আরও তিন দিন বাড়তে পারেরাঙামাটিতে সড়ক ও নৌপথে অবরোধ চলছে
No icon

দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

দুই ঘণ্টার বেশি সময় ফায়ার সার্ভিসের চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারের পলিথিন কারখানায় আগুন। আজ সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার সময় দেবীদ্বারঘাট কামালবাগ এলাকার ওই কারখানায় আগুন লাগে। এরপর ফায়ার সার্ভেসের ১০ ইউনিটের প্রচেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, দুপুর ১২টার সময় ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১২টা ৯ মিনিটে প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ধাপে ধাপে মোট ১০টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতি ও হতাহত সম্পর্কে এখনো জানা যায়নি।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পলিথিনের কারখানার পাশে বেশ কিছু বাড়িঘর আছে। আগুনের শিখা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কারখানাটিতে কাজ করা শ্রমিকদের অনেকেই আগুন লাগার পর বেরিয়ে গেছেন। তবে কোন শ্রমিক ভিতরে আটকা পড়েছেন কিনা তা নিয়ে সহকর্মীদের মধ্যে উৎকন্ঠ রয়েছে।