চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

আসনের সমান যাত্রী নিতে চান মালিকরা

করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক সিট খালি রেখে নয়, যত আসন তত যাত্রী নিয়ে বাস চালাতে চান মালিকরা।দাবি না মানলে পরিবহন সঙ্কটে যাত্রী ভোগান্তি এবং বাস চলাচল বন্ধ হতে পারে বলেও সরকারকে সতর্ক করেছেন তারা। যাত্রীদের রোষানল এড়াতে ভাড়া বৃদ্ধি চান না মালিকরা।অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব খোলা রেখে অর্ধেক আসন খালি রেখে বাস চললে তীব্র পরিবহন সঙ্কট হবে এ যুক্তিতে মালিকদের দাবি আমলে নিয়ে সরকারি নির্দেশনা পুনর্বিবেচনার প্রস্তাব দেবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বুধবার রাজধানীর বনানীতে পরিবহন মালিক শ্রমিক, পুলিশ ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে বিআরটিএর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।তবে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকের পর ব্রিফিংয়ে জানান, ভাড়া না বাড়িয়ে আগামী শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে। তবে তিনি এও বলেছেন, মালিকদের দাবি যৌক্তিক। তাই যত সিট তত যাত্রী নিয়ম করতে সরকারের কাছে আবেদন করা হবে।মালিকরা বৈঠকে বলেছেন, ডিজেলের দাম বাড়ায় দুই মাস আগে বাসে ভাড়া বেড়েছে। অর্ধেক আসন খালি রাখলে আবার ভাড়া বাড়াতে হবে। করোনা পরিস্থিতিতে যাত্রীদের কাছ থেকে নেওয়া সম্ভব নয়। অর্ধেক আসন খালি রাখার নির্দেশনা বদল না হলে সরকারকেই ভর্তুকি দিতে হবে।

রাজধানীতে বাসের সংখ্যা সোয়া ছয় হাজার। তবে দৈনিক গড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার বাস চলাচল করে।বৈঠকে পুলিশ প্রতিনিধি বলেন, সকালে ও বিকেলে অফিস শুরু ও ছুটির সময়ে বাস সঙ্কট থাকে। সেই সময়ে অর্ধেক আসন খালি রাখার নির্দেশনা বাস্তবায়ন প্রায় অসম্ভব। এতে পরিবহন সঙ্কটে যাত্রী ভোগান্তি হবে। মালিকরা একই মত দেন।বিআরটিএ চেয়ারম্যান বলেছেন, পরিবহন সঙ্কটের বিষয়টি বৈঠকে আলোচিত হয়েছে। সবাই একমত হয়েছেন, যেহেতু অফিস আদালত সব খোলা তাই পরিবহন সঙ্কট হবে।তাই সবাই একমত হয়েছেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে যত সিট তত যাত্রী পরিবহন করলেও জনদুর্ভোগ হবে না। আবার ভাড়াও বৃদ্ধি করতে হবে না। আবার অর্ধেক আসন খালি রাখতে ভাড়া বাড়ালে যাত্রীদের ভোগান্তি হবে। তাই দাবি এসেছে অর্ধেক আসন খালি রাখার শর্ত শিথিল করার।গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী, করোনার টিকা নেওয়া থাকলে তবেই বাস চালাতে পারবেন চালক শ্রমিকরা।নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, শত ভাগ চালক শ্রমিক টিকা নেননি। মালিকরা শ্রমিকদের দ্রুত টিকা দেওয়ার দাবি জানিয়েছেন। এ দাবিও সরকারকে বুধবারই জানিয়ে দেওয়া হবে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার নির্দেশনার বাধ্যবাধকতার কারণেই শনিবার থেকে বিদ্যমান ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিআরটিএ চেয়ারম্যান বলেছেন, বাস্তবতাও বিবেচনায় নিতে হচ্ছে। সরকারকে বাস্তবতা জানানো হবে।সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গাঁ ব্রিফিংয়ে বলেছেন, যাত্রীরা মালিকদের লক্ষ্মী। তাদের দিকও দেখতে হবে। তেলের দাম বাড়ায় ভাড়া এমনিতেই বেড়েছে। আবার ভাড়া বাড়িয়ে বারবার যাত্রীদের রোষানলে পড়তে চাই না। সরকারের কাছে অনুরোধ হলো, স্বাস্থ্যবিধি মেনে সব আসনে যাত্রী নিয়ে চলতে চাই। বিমান যেভাবে সব আসনে যাত্রী নিয়ে চলে, বাসও সেভাবে চালাতে চাই।