চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারিআমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন সেরেলাক-নিডোয় অতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএজাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্রভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু
No icon

ঈদে নির্মল বায়ু পাচ্ছে ঢাকাবাসী

এবারের ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ। যার ফলে বন্ধ আছে বায়ু দূষণের সবগুলো উৎস। এছাড়া সকালে বৃষ্টি হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকেই নির্মল বায়ু পাচ্ছেন ঢাকাবাসী।যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান যাচাই বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বলছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ঢাকায় বায়ুর মান সূচক ছিল ২১। ওই সময়ে বায়ুতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ছিল মাত্র ৫ মাইক্রোগ্রাম।কীভাবে ঢাকার বায়ু দূষণ হঠাৎ কমে গেল এ বিষয়ে বায়ুদূষণ বিশেষজ্ঞরা বলছেন, ঈদ উপলক্ষে প্রায় ৭৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। শহর থেকে যদি ৭৫ লাখ বা এক কোটি মানুষ চলে যায়, তাহলে গাড়ি চলাচল এমনিতেই কমে যাবে। বায়ুদূষণে গাড়ির যে কন্ট্রিবিউশন সেটি কমে ৫ থেকে ৭ ভাগে নেমে এসেছে। ইটভাটা থেকে বায়ু দূষণের যে কন্ট্রিবিউশন সেটিও কমে গেছে। বন্ধ হয়ে গেছে কনস্ট্রাকশন কাজও। এছাড়া প্রতি ১০ লাখ মানুষের জন্য ১০ মাইক্রোগ্রাম বায়ু দূষণ হয় বলে ইন্টারন্যাশনাল থিম রুল আছে। তাই যারা রাজধানী ছেড়েছেন তাদের কারণেই মূলত রাজধানীতে বায়ু দূষণ কমেছে।