তীব্র তাপপ্রবাহ: ৭ দিন স্কুল বন্ধের দাবি ভেজাল নকল পণ্যে সর্বনাশতাপমাত্রা আরও বাড়তে পারেতাপপ্রবাহ আরও কত দিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তরচুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি
No icon

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে 'এ্যাডভান্সার টুরিজম ক্লাবে'র ত্রি-বার্ষিক সাধারণ সভা

থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো ঘুরে জগতটাকে এই প্রতিবাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এ্যাডভান্সার টুরিজম ক্লাব-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা। সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ওসেন প্লেসে এ সভা অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপি সভার প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ক্লাবের সভাপতি সরদার এম এ কাদের। এর পর দ্বিতীয় অধিবেশনে ক্লাবের সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ওবায়দুল্লাহ। এতে সভাপতি পদে নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যাবসায়ী সরদার এম এ কাদের এবং সাধারণ সম্পাদক সোলাইমান কবির মাসুম (পুন:নির্বাচিত)। নির্বাচন উত্তর নব-নির্বাচিত সভাপতি এবং সেক্রেটারী হোটেল ওসেন প্লেস কর্তৃপক্ষ এ্যাডভান্সার টুরিজম ক্লাব-এর সকল সদস্যদের জন্য আবাসন ব্যাবস্থায় ৫০শতাংশ ছাড়ের ঘোষণা দিলে তাঁদের সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করে দলিল হস্তান্তর করেন। নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি: এ. বি.এম খালিদ হাসান, সাধারণ সম্পাদক: সোলায়মান কবির মাসুম, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব, অফিস সম্পাদক: আ.ফ ম. ইউসুফ, সহ- অফিস সম্পাদক: এম.এ. হক হক, প্রচার সম্পাদক: আলমগীর হোসাইন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: ফজলুর রহমান মামুন, বিদেশ বিষয়ক সম্পাদক: লায়ন মিজানুর রহমান, ইভেন ম্যানেজমেন্ট সম্পাদক: মহসিন মহির ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক: আবদুল্লাহ মজুমদার, সদস্য: নুরুল ইসলাম সোহাগ এবং আবু হানিফ