ফিলিস্তিনে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। অধিকৃত অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করতে ও স্থানীয় বেসামরিক নিরাপত্তা বাহিনীকে আরও শক্তিশালী করতে এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট জার্মান প্রেস এজেন্সি ডিপিএকে বলেন, তিনি ফেডারেল পুলিশের একটি উচ্চপদস্থ দল জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা সেখান থেকে ফিলিস্তিন অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন।বার্তা সংস্থা আনাদোলু বুধবার জানায়, প্রাথমিকভাবে চার পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিন অঞ্চলে পৌঁছায়। এ দলের লক্ষ্য হলো ফিলিস্তিনে বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য জার্মানির অবদানকে আরও উন্নত করা। নেতানিয়াহুকে ক্ষমা করতে আনুষ্ঠানিক আহ্বান ট্রাম্পের দুর্নীতির মামলায় সাজার মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে চিঠি লিখে এ আহ্বান জানান। বার্তা সংস্থা এপি জানায়, চিঠিতে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অন্যায্য বলে সমালোচনা করেন তিনি।
এর আগে একাধিকবার নেতানিয়াহুর ওপর থেকে মামলা তুলে নেওয়ার কথা বললেও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর গত বুধবার ট্রাম্প এ চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্প লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দিতে আমি আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি যুদ্ধের সময় শক্তিশালী ও দৃঢ়চেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলকে এখন শান্তির পথে এগিয়ে নিচ্ছেন তিনি। এ আহ্বান আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণপন্থিদের প্রতি ট্রাম্পের সমর্থনের দিকেও ইঙ্গিত করছে।যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চলছেই যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় গতকাল বৃহস্পতিবার এক দিনে আরও দুই ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন পাঁচ জন। আলজাজিরা জানায়, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েল ২৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন ৬৩২ জন।
হামলা যুদ্ধবিরতি বিপন্ন করবে: রুবিও আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে, এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর।
ইসরায়েলের প্রেসিডেন্টের বিরল নিন্দা
ফিলিস্তিনের সম্পদ ও জনগণের ওপর হামলায় বিরল নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জমির। তিনি বলেন, কিছু সংখ্যক লোকের অপরাধমূলক আচরণ সহ্য করা হবে না, যা আইন মেনে চলা জনসাধারণকে কলঙ্কিত করে। নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রসিডেন্ট আইজ্যাক হার্জোগও। তিনি কর্তৃপক্ষকে এ ধরনের ঘটনা ঠেকাতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।