NEWSTV24
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার, মিয়ানমারকে চাপ দিতে হবে
শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ ১৭:১৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, রোহিঙ্গাদের নিয়ে সব সময় মিয়ানমার মিথ্যাচার করে আসছে। তারা রোহিঙ্গা ফেরত নেবে নেবে বলে নিচ্ছে না।উল্টো বাংলাদেশকে দোষারোপ করে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে বক্তব্য দিচ্ছে। তারা এ ধরনের আচরণ করবে এটাই স্বাভাবিক। অথচ আমরা সেই মিয়ানমার থেকেই পেঁয়াজ আমদানি করছি।অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করা যেত না? তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে বলে তাদের আচরণে মনে হচ্ছে না। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এখন বিকল্প কোন কোন পথ রয়েছে তা পর্যালোচনা করতে হবে।৩৫০ জন রোহিঙ্গা নিয়েছে বলে যে দাবি দেশটি করছে, ওই রোহিঙ্গাদের কোথায় কী অবস্থায় রেখেছে তা পরিষ্কার করতে মিয়ানমারকে চাপ দেয়া যেতে পারে।আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইজেসি) মামলা হওয়ায় মিয়ানমার কিছুটা চাপে। এ নিরাপত্তা বিশ্লেষক বলেন, দেশটির কয়েকজন সেনা সদস্য রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতনের বিষয়ে বক্তব্য দেয়ায় মিয়ানমার কিছুটা চাপে আছে।তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে এটাও ভাবতে হবে, মিয়ানমারের পেছনে শক্তিধর দেশগুলো রয়েছে। দেশটিতে চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করেছে। এসব বিবেচনায় রেখে পদক্ষেপ নিতে হবে।