NEWSTV24
শীতের প্রকোপ বাড়তে পারে সপ্তাহান্তে
বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ ১৫:১০ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকছে। সে কারণে সারাদেশে শীত কিছুটা বাড়ছে। এক সপ্তাহ পর শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক আমাদের সময়কে বলেছেন, দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এমন পরিস্থিতি ১৪ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে। ১৫ ডিসেম্বরের পর শীত আরও বাড়তে পারে।এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত।