NEWSTV24
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ ১৩:৪৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে  পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী (২৮), ক্যাম্প পাড়ার আবছার কামাল (৪২), রেজু আমতলী পাড়ার হামিদ হোছেন (২৭), রেজু আমতলী পাড়ার মোহাম্মদ রশিদ (২৬), রেজু আমতলী পাড়ার নুর আলম (২৫) আলী হোছন (৩০)।

এর আগে গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি দায়ের হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হওয়ার সহযোগিতা করার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনের নামে একটি মামলা দায়ের হয়। ডিজিটাল নিরাপত্তা আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে মামলাটি দায়ের করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালে।তিনি আরও বলেন, এ মামলায় পুলিশ এখন পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।