NEWSTV24
বাংলাদেশে সেবা বিপর্যয় নিয়ে ফেসবুকের বিবৃতি
রবিবার, ২৮ মার্চ ২০২১ ১২:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

হঠাৎ করে বাংলাদেশে ফেসবুক এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারের সেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। গতকাল শনিবার এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময়ও ফেসবুক ও মেসেঞ্জার ডাউন ছিল।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় হেফাজতে ইসলামসহ বাংলাদেশের ইসলামপন্থি কয়েকটি দলের বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এর মাঝেই শুক্রবার থেকে বাংলাদেশে ফেসবুক এবং তাদের বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জার ডাউন রয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করেনি ।বিবৃতিতে ফেসবুক বলেছে, আমরা অবগত রয়েছি যে বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও বেশি বোঝার জন্য কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করছি।