NEWSTV24
ঢাকামুখী ঢল, ঝুঁকি বাড়বে আরও
সোমবার, ১৭ মে ২০২১ ১৪:৪৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বিধিনিষেধ চলছে। সংক্রমণ-মৃত্যুও কমে এসেছে। বেড়েছে সুস্থতারও হার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিধিনিষেধ আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু দীর্ঘমেয়াদি এর সুফল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ঈদকেন্দ্রিক কেনাকাটা, গ্রামে যাওয়া ও ফিরে আসার যে ভিড় দেখা যাচ্ছে, তাতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। এ ছাড়া আড়াই মাস পর ঈদুল আজহা। তখনও একই পরিস্থিতি হলে আবার করোনার নতুন ঢেউ দেখা দেবে।স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এক গবেষণাতে একই রকম তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের ৬১ শতাংশ বাজারে গেছেন অথবা গণপরিবহন ব্যবহার করেছেন। এ দুটি স্থানই করোনার সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞ অনেকের মতে, চলতি মাসের শেষ অথবা জুনের প্রথম দিকে সংক্রমণের আরেকটি ঢেউ আসতে পারে। এরই মধ্যে দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এটি ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

সরকার আরোপিত বিধিনিষেধের সমালোচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, সরকার আরোপিত বিধিনিষেধ যথাযথ হয়নি। দূরপাল্লার পরিবহন বন্ধ রেখে আন্তঃজেলা পরিবহন চালু করা হলো। এতে ভেঙে ভেঙে আরও বেশি গাদাগাদি করে মানুষ গ্রামে গেছেন। আবার কয়েক গুণ ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও পিকআপে গাদাগাদি করে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। এতে সংক্রমণ বাড়বে।সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছর মার্চ থেকে শুরু হওয়া করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এপ্রিলের মাঝামাঝি থেকে নিম্নমুখী হতে শুরু করে। ১৬ এপ্রিল থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে রোগী শনাক্তের হার কমতে থাকে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৯ শতাংশে নেমে এসেছে। রোগতাত্ত্বিক পর্যালোচনা বলছে, গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬ শতাংশ হ্রাস পেয়েছে। মৃত্যু কমেছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।