NEWSTV24
নতুন ভ্যারিয়েন্ট  মোকাবিলায় আফ্রিকা থেকে তুরস্কে ভ্রমণ নিষেধাজ্ঞা
রবিবার, ২৮ নভেম্বর ২০২১ ১৭:২৪ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশ থেকে তুরস্কে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শুক্রবার এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এ তথ্য জানান।সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা লেখেন, বতসোয়ানা, রিপাবলিক অব সাউথ আফ্রিকা, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থল, আকাশ, সাগর ও রেলপথে তুরস্কে ঢোকা বন্ধ ঘোষণা করা হলো।এদিকে, যুক্তরাজ্য আফ্রিকার দেশ বতসোয়ানা, এস্তোনিয়া, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশও নিজেদের সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে।প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা থেকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে সবাই।