NEWSTV24
টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক
রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ ১৬:২৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন)।শনিবার ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে নুর আজিম (৩২), তার সহোদর আবু (৫০), মো. আইয়ুবের ছেলে ইসলাম ও মৃত মুসলিমের ছেলে নুরুল হক।এদের মধ্যে আবু, ইসলাম ও নুরুল পুলিশ সদর দপ্তরের যথাক্রমে-১, ৯ ও ১৭ নং তালিকাভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।পুলিশ সুপার জানান, জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারটি ধারালো রামদাসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা আরও পাঁচ সহযোগীর নাম স্বীকার করেছেন তারা।আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।