NEWSTV24
নওগাঁর ২৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
বুধবার, ০৫ জানুয়ারী ২০২২ ১৫:৩৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

নওগাঁর ৩টি উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ চলবে বিকাল ৪টা পর্যন্ত।জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন, পত্নীতলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫জন, পোরশার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭জন এবং সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন প্রার্থী রয়েছেন। এই তিন উপজেলার ২৩টি ইউনিয়নের মোট ২২০টি কেন্দ্রের ১২০৩টি কক্ষে মোট ৪ লাখ ৩ হাজার ৮৩৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পত্নীতলা উপজেলার ১০০টি কেন্দ্রের ৫১৮ কক্ষে ১ লাখ ৭৪ হাজার ১৬৯ জন ভোটার, পোরশা উপজেলার ৫৮টি কেন্দ্রের ৩১১ কক্ষে ১ লাখ ২ হাজার ৪৩৫ জন ভোটার এবং সাপাহার উপজেলার ৬২ টি কেন্দ্রের ৩৭৪ কক্ষে ১ লাখ ২৭ হাজার ২৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, ভিডিপি, মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি সদস্যরাও সার্বক্ষণিক টহলরত রয়েছেন।