NEWSTV24
উষ্ণতার পর আবার বাড়তে পারে শীতের মাত্রা
মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ১৫:৪২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গত চারদিন ধরে দেশের আবহাওয়া কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থায়। জানুয়ারির মাঝামাঝি এসে যেখানে শীতের তীব্রতা বাড়ার কথা সেখানে এবার উল্টো গরমের মাত্রা বাড়ছে।তবে এই চারদিনের গরম কাটতে শুরু করতে পারে আবার আজ থেকেই। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আজ (মঙ্গলবার) থেকেই দেশের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া আবার কমতে শুরু করবে। আবার কিছু কিছু জায়গায় হতে পারে মৌসুমি বৃষ্টিও।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে ঢাকা, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ দেশের আরও কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে থেমে থেমে। বৃষ্টির ফলে তাপমাত্রা এমনিতেও নেমে আসবে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস।এছাড়া বৃষ্টি বাদেও তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এমনকি ১৫ জানুয়ারির পর তাপমাত্রা ক্রমাগত এতোই কমতে থাকবে যে দেশে আবার নেমে আসতে পারে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ।গতকাল (সোমবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিলো।