NEWSTV24
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাচ্ছে মিশর
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৬:০৫ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

মিশরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু থাকার পরেও দেশটিকে প্রায় ২৫৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।বুধবার (২৬ জানুয়ারি) বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, অনুদানের মধ্যে ২২০ কোটি ডলারের বিনিময়ে সরঞ্জামাদিসহ ১২ টি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান এবং প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে ৩টি এসপিএস-৪৮ সার্ফেস রাডার মিশরের কাছে বিক্রি করা হবে।মিশরের কাছে এই সকল সামরিক বিমান ও প্রতিরক্ষা রাডার ব্যবস্থা বিক্রির অনুমোদন দেয়ার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেই জানানো হয়েছে।পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ন্যাটো বহির্ভূত মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বাস্তবায়নেই বাইডেন প্রশাসন কাজ করবে।বিবৃতিতে মিশরকে মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলেও উল্লেখ করা হয়।