NEWSTV24
রাশিয়ার ৪ গভর্নরের পদত্যাগ
বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ১৪:৫৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রাশিয়ার চারটি অঞ্চলের গভর্নর পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার টোমস্ক, সারাটোভ, কিরোভ এবং মারি এল অঞ্চলের গভর্নর পদত্যাগের ঘোষণা দেন। এ ছাড়া রায়াজান অঞ্চলের গভর্নর জানিয়েছেন তিনি আরেক মেয়াদের জন্য প্রার্থী হবেন না। এই পাঁচটি অঞ্চলেই আগামী সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল ঠেকাতে তারা পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন। মস্কোর থিংক ট্যাংক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজিওনাল পলিটিক্সের প্রধান ইলিয়া গ্রাসেনচেনকোভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা আক্রান্ত দেশের জন্য খারাপ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে দুর্বল গভর্নরদের অপসারণ করছে ক্রেমলিন। তিনি আরও বলেন, অর্থনীতি পুনর্গঠন করার প্রয়োজন আছে, বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে পশ্চিমা অর্থনীতির উল্লেখযোগ্য প্রভাব ছিল। এই গভর্নরদের তরুণ বিকল্পের মাধ্যমে বদলানো প্রয়োজন।