NEWSTV24
পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা তরুণী
মঙ্গলবার, ২৪ মে ২০২২ ১৪:২৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

রোহিঙ্গা পরিচয়পত্রে ২০১৭ সালে তার নাম জুবাইরা বিবি, বয়স ১৫ বছর। গতকাল সোমবার বাংলাদেশের নাগরিক সেজে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছেন মিয়ানমারের ওই তরুণী। নাম দেওয়া হয়েছে জোবাইদা খানম, বয়স ১৯ বছর ৮ মাস। নগরীর মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন অনুযায়ী জুবাইরার বাবার নাম মুস্তাক আহমদ। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্পে তার নাম নিবন্ধিত হয়। কিন্তু পাসপোর্ট নেওয়ার জন্য দেওয়া আবেদনে বাবার নাম লেখা হয়েছে সৈয়দ নূর। তরুণী যে জন্মসনদ জমা দিয়েছেন, এতে তার জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা উল্লেখ আছে। জন্মসনদটি সার্ভারেও সংযুক্ত আছে।চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান, জোবাইদা খানম নামে ওই তরুণী সীতাকু- উপজেলার সলিমপুরের এক নম্বর ওয়ার্ডের ঠিকানা উল্লেখ করে পাসপোর্টের জন্য আবেদন করেন।

এতে তিনি বাবার নাম সৈয়দ নূর ও মায়ের নামে সলেমা খাতুন উল্লেখ করেন। একই সঙ্গে তার নিজের জন্মসনদ এবং মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করেন।কথাবার্তায় ওই তরুণীকে আমাদের সন্দেহ হয়। পরে আঙুলের ছাপ যাচাই করে দেখা যায় তিনি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর জুবাইয়া বিবি নামে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। তখন তার বয়স ছিল ১৫ বছর।আবু সাইদ জানান, আবেদনের সঙ্গে জমা দেওয়া তার মায়ের জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে এনআইডি সার্ভারের সংরক্ষিত তথ্যের মধ্যে নামের মিল নেই। এরপর জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করে। আটক করে তরুণীকে নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।