NEWSTV24
পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু
সোমবার, ২৭ জুন ২০২২ ১৫:৩১ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

পদ্মা বহুমুখী সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টায় তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। তারা বন্ধু ও পদ্মা সেতুতে ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই যুবককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এর আগে গতকাল সন্ধ্যায় হওয়া এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে গুরুতর আহত দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ ও জুতা পড়ে আছে। তবে সেতুর কোন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত দুজন একই এলাকার বাসিন্দা। দোহার-নবাবগঞ্জের সামসাবাদ আলমগীরের বাড়ি। একই থানার হরিশপুর গ্রামের বাসিন্দা ফজলু। এর মধ্যে ফজলু বিদেশ ফেরত, আলমগীর একটি গ্যারেজের মালিক। তাদের বন্ধু জয়দেব রায় জানান, তারা ছয় বন্ধু তিন মোটরসাইকেল যোগে পদ্মা সেতু ঘুরতে যান। ফেরার পথে ব্রিজের ওপর দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, আমরা চারজন দুই মোটরসাইকেল নিয়ে আগে চলে আসি। পরে পেছনে তাদের দেখতে না পেয়ে খোঁজ নিতে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তারা দুর্ঘটনার শিকার হয়েছে।