NEWSTV24
দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের
রবিবার, ০৩ জুলাই ২০২২ ১৪:২৯ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সহায়তায় কাজ শুরু করেছে জাতিসংঘ জয়েন্ট মিশন। শনিবার সন্ধ্যায় সিলেট নগরীতে সংবাদ সম্মেলনে জাতিসংঘ জয়েন্ট মিশনের প্রনিনিধি দল জানায়, বন্যাদুর্গত এলাকার নারী ও শিশু স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা বিষয় নিয়ে বাংলাদেশ সরকার ও সহযোগী বেসরকারি সংস্থার সমন্বয়ে কাজ করবে তারা।২৭ জুন থেকে বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার নিরীক্ষা চালানো হয়েছে বলে জানায় তারা। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে প্রতিনিধি দল।জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে জাতিসংঘ জয়েন্ট মিশন প্রতিনিধি দলে ইউরোপীয় ইউনিয়ন, ইউকে এইড ও ইউএস এইডের প্রতিনিধিরা রয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাক্রান্ত সিলেট অঞ্চলে অন্তত ৬০ হাজার সন্তানসম্ভবা নারী স্বাস্থ্যঝুঁকিতে আছেন। এ ছাড়া নারী ও শিশুরা প্রবল স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৭ কোটি টাকা সহায়তা পাবার আশ্বাস পাওয়া গেছে বলেও জানানো হয়। বাংলাদেশ সরকারের সহযোগী হয়ে তারা বন্যার্তদের প্রয়োজনীয় সহযোগিতার জোগান দেওয়ার চেষ্টা করবে।