NEWSTV24
শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ ১৬:৪৭ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট কাস্টমস ইউনিট।, আটক যাত্রীর নাম শাহ আলম। তিনি শারজাহ থেকে এসেছেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-কমিশনার মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয় কাস্টমস কর্মকর্তারা। একপর্যায়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় যাত্রী শাহ আলমকে আটক করে স্বর্ণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি অস্বীকার করেন। পরে তার ব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর শাহ আলমকে কাউন্টারে নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণ (সাতটি স্বর্ণবার ও অন্যান্য স্বর্ণালঙ্কার) উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা।স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন ও অন্যান্য আইনে আটক যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার নামে ফৌজদারী মামলা দায়ের পূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।