NEWSTV24
গ্রিসে বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ ১৬:৩২ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

গ্রিসে মাহবুবুর রহমান জিল্লু (২৯) নামের এক বাংলাদেশি যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্রিসের সান্তোরিনি দ্বীপে এই ঘটনা ঘটে।সোমবার রাতে গ্রিসের বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করে।ওই যুবক গলায় দড়ি বেঁধে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।জানা গেছে, মাহবুবুর রহমান জিল্লু নামের এই বাংলাদেশি যুবক সান্তোরিনির কামারিতে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি করতেন। সোমবার সকাল থেকেই সহকর্মীরা তার সাথে যোগাযোগ করতে পারছিলেন না। তারা বিভিন্নভাবে তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে তারা পুলিশকে খবর দিলে স্থানীয় থিরা সাব-ডিস্ট্রিক্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক নিজেই গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।নিহত বাংলাদেশি যুবক মাহবুবুর রহমান জিল্লু সিলেটের মৌলভীবাজার জেলার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে বলে জানা গেছে।