বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ফের শীর্ষে উঠেছে ঢাকা। আজ শুক্রবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৩৫ নিয়ে রাজধানীর বাতাসের মান ঝুঁকিপূর্ণ ।সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, জানুয়ারি মাসে একদিনের জন্যও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু।একিউএয়ারের তথ্য বলছে, ২৫৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লির; ২১৩ স্কোর নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহোর। ১৮৮ স্কোর নিয়ে আফগানিস্তানের কাবুল চতুর্থ এবং পঞ্চমে স্থানে থাকা পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ১৮৭।১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর খুবই অস্বাস্থ্যকর বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।