NEWSTV24
চিকিৎসকদের যে নির্দেশ দিল সেন্ট্রাল হাসপাতাল
সোমবার, ১৯ জুন ২০২৩ ১৫:৩৬ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস কিংবা পোস্ট করে রোগীদের দৃষ্টি আকর্ষণ করা থেকে বিরত থাকতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার হাসপাতালটির পরিচালক ডা. এম. এ. বি. সিদ্দিকের সই করা এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।নোটিশে বলা হয়েছে, হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস ও পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা সম্পূর্ণ অনৈতিক ও মেডিকেল ইথিক্স পরিপন্থি।নির্দেশনায় আরও বলা হয়েছে, এই ধরণের কোনো কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনো ব্যক্তি দ্বারা সম্পাদন করলে, ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।সদয় অবগতির জন্য নোটিশের অনুলিপিটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মতিওর রহমান, ভাইস চেয়ারম্যান ডা এম. এ. কাশেমসহ উপ-পরিচালক, সহকারী পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে।