NEWSTV24
আজ ঝড়-বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর
বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ ১৬:৩৩ অপরাহ্ন
NEWSTV24

NEWSTV24

দেশের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও গতকালের তুলনায় কমতে পারে। এতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের বেশ কিছু এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে বুধবারের তুলনায় বৃষ্টি কম হবে। এ সময় অল্প মাত্রার বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও বেড়ে যায়। আগামী দুদিন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।আজ বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।